স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে চিকিৎসার দাবিতে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমানের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা শহরের পূর্বচাঁদকাঠি দলীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়। নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি কার্যালয়ের তালাও খুলতে দেয়নি পুলিশ। এতে পণ্ড হয়ে যায় জেলা যুবদলের কর্মসূচি। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান কর্মসূচিতে পুলিশের বাধার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য দেন। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …