স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জেলা মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় টাউনহলের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইউনুস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। প্রধান বক্তা ছিলেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক এস আর এম মানিক। সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবী লীগ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধা। সভায় মৎস্যজীবী লীগ ঝালকাঠি জেলার সম্মেলনের জন্য আহ্বায়ক কমিটি করা হয়। মৎস্যজীবী লীগ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধাকেই আহ্বায়ক করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …