Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কালেক্টরেট স্কুলে জেলা এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। এছাড়া জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম আলোচনায় অংশ নেন। সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, পচিশের মার্চের গণহত্যা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …