Latest News
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ।। ১৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার নিলো শিক্ষার্থীরা

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার নিলো শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদারের বাড়িতে গিয়ে তার সাক্ষাতকার নেয় কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদারের কাছে প্রশ্ন করে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিন হোসেন মাহাতাব, আব্দুস ছালাম হাওলাদার, জাফর আলী, কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক হাওলাদার, সহকারি শিক্ষক মো. মজিবুর রহমান, করুনা রানী কর, মো. শহীদুল ইসলাম কাজী। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীরা মুক্তিযোদের ফুলেল শুভেচ্ছা জানায়।