Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মিনা দিবস পালিত

ঝালকাঠিতে মিনা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে, এ স্লোগানে ঝালকাঠিতে মিনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার ও সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী জাকির হোসেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিশু শিল্পীরা অংশ নেয়। সদর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।