স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মা ও ছেলে মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার বিকেলে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জেসমিন বেগম (৩০), তাঁর মেয়ে স্কুলছাত্রী লামিয়া আক্তার (১৫) ও ছেলে সিয়াম হাওলাদার (১০)। এর মধ্যে গুরুতর আহত জেসমিন বেগমকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুপুরে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন আহত জেসমিন বেগম ।
আহতরা জানায়, জেসমিন আক্তারের স্বামী মাসুম হাওলাদার সৌদি আরবে মানবেতর জীবন যাপন করছেন। সংসার চালানোর জন্য নিজ বাড়ি গাছের নারিকেল বিক্রি করতে গেলে জেসমিন আক্তারকে মারধর করে তাঁর বসতঘরে ভাঙচুর চালায় প্রতিপক্ষ সেলিম হাওলাদার ও আরমান হাওলাদার। এসময় তাঁরা লোকজন নিয়ে জেসমিন আক্তার, মেয়ে লামিয়া আক্তার ও সিয়াম হাওলাদারের ওপর হামলা চালায়। লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে জেসমিন আক্তার ও তার দুই সন্তানকে পিটিয়ে গুরুরত আহত করে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন,‘ এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …