Latest News
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ ।। ১৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-কর্মচারীরা। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। পরে শহরের মধ্যে বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জাল হোসেন ও সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদার। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৫ ভাগ পরিচালিত হয় বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষাক-কর্মচারীদের মধ্যে পাহাড়সম বৈষম্য। তাই একদফা দাবি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …