স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলায় বোরো মৌসুমের ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতিমধ্যেই জেলায় বোরো মৌসুমে হাইব্রিড চাষের জন্য ৮ হাজার কৃষককে প্রনোদনা দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের ৪৯ লাখ ৯৬ হাজার টাকার প্রনোদনা বরাদ্দ দিয়েছে সরকার। এর আওতায় ৮ হাজার কৃষকে হাইব্রিড বোরো ধান চাষের জন্য জনপ্রতি কৃষকে দুই কেজি করে উন্নত জাতের বীজ দেওয়া হবে। কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, ৮ হাজার কৃষকের মধ্যে জেলার চারটি উপজেলায় কতজন করে কৃষক প্রনোদনা সহায়তা পাবে তার উপর বরাদ্দ কমিটির সভায় অনুমোদিত হবে।
এদিকে ঝালকাঠির বিএডিসি বীজ বিতরণ কেন্দ্রে কৃষকদের মধ্যে বিক্রির জন্য আড়াই মেট্রিকটন বীজ দেওয়া হয়েছে। বিএডিসির বীজ বিতরণ কেন্দ্রের অফিস সূত্রে জানা গেছে, কৃষকরা আগাম বোরো চাষের জন্য কেন্দ্র থেকে সরকারি মূল্যে বীজ সংগ্রহণ করছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …