Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বৈশাখী মেলায় মানুষের ঢল

ঝালকাঠিতে বৈশাখী মেলায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার :
শিশুদের যেন বাধ ভাঙা উচ্ছ্বাস। নাগর দোলায় চড়ে আকাশ দেখা, মুক্ত হাওয়ায় ভেসে বেড়ানো। সব কিছুই মন ছুঁয়েছে বৈশাখী মেলায়। শুধু শিশুরাই নয়, যুবক, তরুনী ও বয়স্কদের মিলন মেলায় পরিনত হয়েছে ঝালকাঠির শিশুপার্ক। তিন দিনের বৈশাখী মেলার দ্বিতীয় দিনে ঢল নেমেছে মানুষের। চলছে নানা অনুষ্ঠান। স্টলে স্টলে পসরা সাজানো হয়েছে বাহারি পন্যের। রয়েছে খাবার দোকানও। আনন্দঘণ মুহূর্ত মোবাইলের ফ্রেমে বন্দি করতে ভুল করেনি যুবক-যুবতীরা। আজ রবিবার বিকেলে বৈশাখী মেলায় গিয়ে দেখা মেলে এমন নানা আয়োজনের। ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
জানাযায়, নববর্ষ উদযাপন উপলক্ষে শনিবার সকালে ফিতা কেটে তিন দিনের বৈশাখী মেলার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। ৫০টি স্টলে রয়েছে বৈশাখের নানা পসরা। মাটির তৈরি খেলনাসহ বিভিন্ন অনুসঙ্গ মুগ্ধ করেছে শিশুদের। বড়দের জন্যও রয়েছে বাহারি খাবারসহ বিভিন্ন সামগ্রী। মেলায় আগতদের বিনোদনের মধ্যে নিমজ্জিত রাখতে গান, নাচ ও ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়। সুরের মূর্ছনায় মাতিয়ে রেখেছেন শিল্পীরা। অনুষ্ঠান উপভোগ করতে দর্শনার্থীদের সঙ্গী হয়েছেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মেলা চলবে সোমবার রাত ৯টা পর্যন্ত।