Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

ঝালকাঠিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। শনিবার সকাল ৬টায় থেকে একযোগে ৩০মিনিট ধ্যানে মগ্ন ছিলেন শতাধিক ব্যক্তি। সুগন্ধা নদীর তীরে শহরের পৌর মিনি পার্কে মুক্ত বাতাসে কোয়ন্টাম ফাউন্ডেশন দিবসটি উপলক্ষে মেডিটেশন ধ্যানের আয়োজন করে। বিভিন্ন শ্রেণির মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। ঝালকাঠি কোয়ান্টাম ফাউন্ডেশন সেল এ অনুষ্ঠানের আয়োজনে ১৫টি স্থানে ধ্যানে মগ্ন অনুষ্ঠিত হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়,প্রায় ৩০ বছর ধরে কোয়ান্টাম ফাউন্ডেশ মেডিটেশনের কার্যকরিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। নিয়মিত মেডিটেশন বা ধ্যান করলে আত্মিক উন্নতি, মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতার পাশাপাশি বৈষয়িক উন্নতি ঘটে।
আলোচনায় অংশ নেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম। কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ অনুষ্ঠানে শতাধিক শিশু, যুবক, তরুণ-তরুণী, নারী ও পুরুষ অংশ নেন।

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …