Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব পানি দিবস পালিত

ঝালকাঠিতে বিশ্ব পানি দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠিতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালি শহর ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিতে সরকারি কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
পরে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পানি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ফরিদউদ্দিন সভাপতিত্ব করেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. সোয়াইব বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের ঝালকাঠি জেলার নির্বাহী প্রকৌশলী এসএম আতাউর রহমান স্বাগত বক্তব্য রাখেন। জেলা প্রশাসক পানির পরিমিত ব্যবহার এবং পানিকে দূষণ না করার ব্যাপারে সতর্ক থাকার জন্য সবারপ্রতি আহ্বান জানান। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।