Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনে ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ছাহেব আলীর সভপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্ত ডা. শেখ আরিফুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. আবু সালেহ মো. সৈয়দ ইশতিয়াক, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার, ডা. মো. হাফিজুর রহমান ও খামারী সাইফুল হক টুটুল।
অনুষ্ঠানে খামারি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এর আগে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …