Latest News
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জালাল সিকদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সারেঙ্গল গ্রাামে এ দুর্ঘটনা ঘটে। জালাল সিকদার ওই গ্রামের মৃত রশিদ সিকদারের ছেলে।
কেওড়া ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জল খান জানান, সোমবার সকালে কৃষক জালাল সিকদার বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। ফসলি জমির মধ্যে থাকা বিদ্যুতের খুঁটি টানা দেয়া সিলভারের তারের নিচ থেকে ট্রাক্টর নিয়ে আসা যাওয়ায় সমস্যা হচ্ছিল কৃষক জালাল সিকদারের। তাই শাবল দিয়ে খুড়ে সেই টানা দেওয়া সিলভারের তার উঠিয়ে বিদ্যুতের খুঁটির সাথে পেঁচিয়ে রাখার চেষ্টা করেন তিনি। টানা দেয়া সিলভারের তারের সাথে ৩৩ কেভি সঞ্চালন তারের সংযোগ হয়ে বিদ্যুতায়িত হন জালাল সিকদার। এতে গুরুতর আহত হলে তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালের নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …