Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিদেশ ফেরত চারজনকে কোয়ারেন্টাইনে

ঝালকাঠিতে বিদেশ ফেরত চারজনকে কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদেশ ফেরত চারজনকে কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার সকাল থেকে তাদের নিজ ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, সৌদি থেকে দুই জন, চীন থেকে এক জন এবং ইটালি থেকে একজন ব্যক্তি রাজাপুরের গ্রামের বাড়িতে আসেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বাস্থ্য বিভাগেরকর্মীরা তাদের পরীক্ষা-নিরিক্ষা করেন। তাদের শরীরে কোন ভাইরাস পাওয়া যায়নি। তাঁরা চারজনই সুস্থ আছেন। এর পরেও তাদের নিজ ঘরে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালাদার বলেন, চারজনকেই আমরা কোয়ারেন্টাইনে রেখেছি। তাদের শরীরে কোন প্রকার ভাইরাস নেই। যেহেতু তাঁরা বিদেশ থেকে এসেছে, তাই নিরাপত্তার জন্যই তাদের নিজ ঘরে কোয়ারেইন্টানে রাখা হয়েছে। তিনি বলেন, ঝালকাঠি সদর হাসপাতালসহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে কক্ষ নির্ধারণ করা হয়েছে। সেখানে পাঁচটি করে বিছানা রয়েছে। সন্দেহভাজন কাউকে পাওয়া গেলে, চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে কাউকে আতঙ্কি না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …