স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। রাত ১২টা এক মিনিটে শহরের ব্র্যাকমোড় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। পরে সংক্ষিপ্ত সভায় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফেরার সুযোগ করে দিতে সরকারের কাছে দাবি জানান। সভায় খালেদা জিয়ার মুক্তিরও দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সাবেক সাংগঠিনক সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন, শহর বিএনপির সাবেক সাংগঠিনক সম্পাদক ফয়সাল খান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি কামরুল আহসান, শেখেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, জেলা আইনজীবী ফোরাম নেতা মো. শাহজাহান, ফিরোজ হোসেন, জেলা ছাত্রদল নেতা মো. মাইনউদ্দিন ও মো. মনোয়ার হোসেন রানা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …