স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও পুলিশ হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, গুম ও হত্যার তীব্র প্রতিবাদ জানান বক্তারা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …