স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিআরডিবির উপকার ভোগীদের নিয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য ও উৎপাদন ও বাজার জাতকরণ বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশলের ওপর এ প্রশিক্ষণ হয়। মঙ্গলবার সকাল ১০টায়া ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার প্রশিক্ষণের উদ্বোধনরর করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৪০ জন সদস্য অংশ নিচ্ছেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহিন উদ্দিন তালুকদার ও ইসরাত জাহান সোনালী। বিআরডিবির উপপরিচালক সুপ্রিয়া বল উদ্বোধনী দিনের অনুষ্ঠান পরিচালনা করেন। বিআরডিবি ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ পরিচালনা করবেন। প্রশিক্ষণে অপ্রধান শস্যর জাত নির্বাচন ও জাত অনুযায়ী বপণ সময় নির্ধারণসহ উৎপাদন কৌশল, অপ্রধান শস্য উৎপাদনে সার, সেচ ও নিষ্কাশন ব্যবস্থা, বীজ সংগ্রহ শোধন ও জমি প্রস্তুতকরণ এবং বীজ বপণ। অপ্রধান শস্য উৎপাদনে স্বল্প সুদে ঋণ গ্রহণ ও পরিশোধের নিয়মাবলী, চাষযোগ্য পতিত জমি ও বসতভিটায় প্রধান শস্য উৎপাদন ও দেশের কৃষি প্রবৃদ্ধি অর্জন বিষয়সহ বিভিন্ন বিষয়ে ধারনা দেওয়া হবে প্রশিক্ষণে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …