Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

ঝালকাঠিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলায় আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা এ কাজ শুরু করেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ জানান, ২০০৪ সালের পহেলা জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহন করেছে, এসব নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এদের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও ভোটার যারা মারা গেছেন, তাদের তথ্য সংগ্রহ করে তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভোটার তালিকা হালনাগাদের প্রথম ধাপে সদর উপজেলায় ৭৪জন তথ্য সংগ্রহকারী ও ১৫ জন সুপার ভাইজার এ কার্যক্রমে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। টানা ২০ দিন তথ্য সংগ্রহের কাজ চলবে বলেও জানান নির্বাচন কর্মকর্তা।