স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বাসের পাশাপাশি লঞ্চ ও ট্যাংক-লড়ির ধর্মঘট শুরু হয়েছে। রবিবার সকাল থেকে ঝালখাঠি-ঢাকা ও অভ্যন্তরিণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এদিকে তৃতীয় দিনের মতো ১৪ রুটে পরিবহন ধর্মঘট চলছে। গণপরিবহন ও লঞ্চ বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাস ও লঞ্চ না পেয়ে ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। এদিকে শুরু হয়েছে ট্যাংক লড়ির ধর্মঘটও। ট্যাংক লড়িতে করে ঝালকাঠির ডিপো থেকে তেল নেওয়া বন্ধ রাখা হয়েছে।
ঝালকাঠির ফারহান ৭ লঞ্চের ঘাট সুপারভাইজার মঞ্জুরুল আলম বলেন, জ্বালানি তেলের দাম হঠাৎ করেই লিটারে ১৫ টাকা বেড়েছে। এ অবস্থায় লঞ্চ চালালে লোকসান হয়। লোকসান নিয়ে লঞ্চ চালানো সম্ভব হচ্ছে না, তাই বন্ধ রাখা হয়েছে। হয় জ্বালানি তেলের দাম কমাতে হবে, অন্যথায় লঞ্চ ভাড়া বাড়াতে হবে। এই দুটি দাবির একটি মানা না পর্যন্ত লঞ্চ ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …