Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

ঝালকাঠিতে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে ১২জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন। পরে অসহায় নারীদের বিনামূল্যে ১২টি সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়াও গণভবন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে অংশ নেয় জেলা প্রশাসন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …