Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে বঙ্গবন্ধু স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠিতে বঙ্গবন্ধু স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্কুল ফুটবল টুর্নামেন্ট। ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। টুর্নামেন্টে ১৬টি বিদ্যালয়ের দল অংশ নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। উদ্ধোধনী খেলায় পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তরুন কর্মকার, সহসভাপতি হাবিবুর রহমান হাবিল এবং ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং ক্রীড়া মোদিরা খেলা উপভোগ করেন।