Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডবাপ ফুটবল (অনুর্ধ ১৭) টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে তিনি খেলোয়ারদের সঙ্গে কুশল বিনিময় করেন। টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ঝালকাঠি সদর একাদশ ও নলছিটি উপজেলা একাদশ অংশ নেয়। খেলার নির্ধারিত সময় দুই দলের কেউই গোলের দেখা পায়নি। পরে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি সদর একাদশ ২-১ গোলে জয়ী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, শরীর চর্চার জন্য খেলাধুলা করতে হবে। এতে শরীর ও মণ দুটোই ভাল থাকবে। শেখ হাসিনা ক্রিকেটর মতো ফুটবলকেও এগিয়ে নেওয়ার জন্য স্কুল পর্যায়ে টুর্নামেন্টের আয়োজন করেছেন। এতে বভিষ্যতে গ্রাম থেকেও ভাল ফুটবলার তৈরি হবে। তারাই একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার ও ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতার মিয়া ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু।