Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ-১৭ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ-১৭ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বালকদের খেলায় ঝালকাঠি পৌরসভা দল ২-১ গোলের ব্যবধানে সদর উপজেলা একাদকে এবং বালিকাদের খেলায়ও পৌরসভা একাদশ ট্রাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ টুর্নামেন্টে জেলার ৪টি উপজেলা ও ঝালকাঠি পৌরসভা নিয়ে ৫টি করে বালক ও বালিকাদের ১০টি দল অংশ নেয়। খেলো শেষে বিজয়ী দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হেমায়েত হোসেন, তরুন কর্মকার, হাবিবুর রহমান হাবিল ও সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার নরেশ কুমার গাইন স্বাগত বক্তব্য দেন।