Latest News
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল অনূর্ধ-১৭ শুরু

ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল অনূর্ধ-১৭ শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা পর্যায়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল অনূর্ধ-১৭। স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধবার সকাল ১০ টায় ৩ দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও পৌরসভার ৫টি দল অংশ নিচ্ছে। উদ্ধোধনী দিনে বগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল অনূর্ধ-১৭ প্রতিযোগিতায় কাঁঠালিয়া উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে নলছিটি উপজেলাকে পরাজিত করে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও সহসভাপতি তরুন কর্মকার, হাবিবুর রহমান হাবিল বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার নরেশ কুমার গাইন।