Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের খেলা শুরু

ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের খেলা শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিপুল উৎসাহ-উদ্দীনার মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার সকালে টুর্নামেন্ট কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টে মোট ২২টি দল অংশ নিচ্ছে। এরমধ্যে বালকদের বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচে পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে রাজপাশা প্রাইমারি স্কুলকে পরাজিত করে। অন্যদিকে বালিকাদের বঙ্গমাতা ফুটবলে বিকনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নওয়াপাড়া প্রাইমারি স্কুলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা সালেহা খাতুন সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকমন্ডলীসহ বিশিষ্ট ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।