Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে জাতিরজনকের জন্মদিনের কেক কাটা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুবলীগ নেতা কামাল শরীফের নেতৃত্বে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এদিকে দিনটি উপলক্ষে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শতাধিক শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের নিয়ে কেক কাটেন এই যুবলীগ নেতা। এছাড়াও জতিরজনকের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের প্রেসক্লাবের সামনের সড়কে আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ দলীয় নেতাকর্মীরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …