Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সাউন্ট সিস্টেম ও প্রজেক্টর বিতরণ

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সাউন্ট সিস্টেম ও প্রজেক্টর বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ও প্রজেক্টর তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার মঈন। পরে উপজেলার ১৪৮ টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া সাউন্ট সিস্টেম ও প্রজেক্টর বিতরণ করেন সংসদ সদস্য আমির হোসেন আমু।