স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের টাউন হলের জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা। কেককাটা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সুরুজ ও তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক এসএম আল আমিন। এছাড়াও জেলা, উপজেলা, শহর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের নেতানকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও সকল ধর্মীয় উপাসানালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …