Latest News
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল প্রতিবন্ধী শিশুরা

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল প্রতিবন্ধী শিশুরা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ফকিরবাড়ি সড়কে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে এ উপহার প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল। ঈদসামগ্রী পেয়ে খুশি প্রতিবন্ধী শিশুদের পরিবার।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন তালুকদার ও আরিফ মোল্লা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …