Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃস্পতিবার সকাল ১১ টায় টাউনহল দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। সহসভাপতি মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিল। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান, কাউন্সিলর হুমায়ুন কবির খান, হাফিজ আল মাহামুদ ও শাহ আলম ফারসু খান।
দোয়া-মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্য, স্বাধীনতার অমর সৈনিকদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।