Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন আহত

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন আহত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নেছারাবাদ এলাকায় শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ছয়জন আহত হয়েছে । আহতের মধ্যে মাথায় গুরতর আঘাত থাকায় জিয়াউল (১৫) নামে এক যুবককে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত খাদিজা (২৩) মতিন (৪৮) নিপা (২২) ও হাফিজুল (২৮) কে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরতর আহত জিয়াউলের বাবা মো. খলিলুর রহমান জানান, তাদের বাড়ির সামনের রাস্তায় বৃস্টির কারনে প্রচুর কাঁদা হয়েছে। এ কারনে লোকজনের হাঁটতে সমস্যা হয়। একই এলাকার আব্দুল ওয়াহেদেরে ছেলে গাছের ব্যবসায়ী শফিকুল (২৫) ওই রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় কোন কিছুতে তার পা কেটে যায়। এ বিষয়ে শফিকুল খলিলুর রহমানের পরিবারকে দায়ি করে অসভ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। খলিলুর রহমানের ছোট ভাই আহত মতিন শফিকুলের কথার প্রতিবাদ করলে, এ নিয়ে শফিকুলের সাথে তার কথাকাটি হয়। কিছুক্ষন পর শফিকুল, খলিল, হালিম, শুক্কুর ও হৃদয়ের নেতৃত্বে ১০/১২ জনের একদল যুবক খলিলুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে খলিলুর রহমানের ছেলে, জিয়াউল, ইয়ামিন ও হাফিজুল, মেয়ে খাদিজা ও নিপা , ছোট ভাই মতিনকে আহত করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাথায় আঘাত প্রাপ্ত জিয়াউলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …