Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় পুলিশ লাইনস মাঠে বেলুন উড়িয়ে ও মশাল প্রজ্জলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ দাস, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ও ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির ও চার উপজেলার ভাইস চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ৩০টি ইভেন্টে দুই শতাধিক পুলিশ সদস্য ও তাদের পবিরাব প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য আমির হোসেন আমুসহ অতিথিরা।