Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

ঝালকাঠিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. শামছুল হক মনু বৃহস্পতিবার দুপুরে শহরের জেবিআই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে সবেদা গাছের চারা তুলে দেন। এ বছরের শুরু থেকে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করে আসছেন। প্রতিটি বাড়িতে যেন অন্তত একটি করে হলেও ফলের গাছ রোপন করা হয়, এজন্য তিনি প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। রোটারিয়ান মো. শামছুল হক মনু বলেন,‘সুন্দর এ পৃথীবিকে বসবাসযোগ্য করতে বেশি করে গাছ লাগানো দরকার। আর গাছ মানুষের প্রকৃত বন্ধু। তাই আমি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করছি। বছরজুড়ে গাছের চারা বিতরণ করা হবে বলেও জানান তিনি।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেবিআই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণি বান নাহার ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন খলিফা।