Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পাঁচ দিনব্যাপী বিষয় ভিত্তিক সংগীত প্রশিক্ষণ শুরু

ঝালকাঠিতে পাঁচ দিনব্যাপী বিষয় ভিত্তিক সংগীত প্রশিক্ষণ শুরু

মো. শাহীন আলম :
ঝালকাঠিতে পাঁচ দিনব্যাপী বিষয় ভিত্তিক সংগীত প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে আজ শনিবার সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মজিদা আক্তার প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন করে শিক্ষক অংশ নেয়। পাঁচ দিনে শিশুদের নাচ ও গান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদান করবেন মিলন কুমার দাস ও অপরাজিতা গার্নী। পড়ালেখার পাশাপাশি নাচ-গানের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্যই এ প্রশিক্ষণের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।