স্টাফ রিপোর্টার :
‘লবণ সংক্রান্ত গুজব’ বিষয় নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, একটি মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃত পক্ষে ঝালকাঠিসহ দেশে লবণের কোন সংকট নেই এবং দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারণও নেই। জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম মাঠে রয়েছে। অসাধু ব্যবসায়ীসহ গুজব ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া আগামীকাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে খোলাবাজারে ন্যায্যদামে লবণ বিক্রি করা হবে বলেও জানান জেলা প্রশাসক। বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।এদিকে গুজব ছড়িয়ে পড়ায় দুপুরের পর থেকে শহরের লবন বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভির দেখা যায়। এক-দুই কেজি নয়, ৫ থেকে ১০ কেজি পর্যন্ত লবন কিনে নিচ্ছেন অনেকেই। লবন ক্রেতাদের ভিরে শহরে যানজটের সৃষ্টি হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …