Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে, দুভোগে যাত্রীরা

ঝালকাঠিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে, দুভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টার :
নৌযান শ্রমিককে খাদ্য ভাতা, দুর্ঘটনায় মৃত্যুতে ক্ষতিপূরণ ১০ লাখ টাকা ও সব নৌপথে চাঁদাবাজী বন্ধসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে অনির্দিষ্ট কালের জন্য নৌ ধর্মঘট চলছে। শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মসূচির কারনে জেলার অভ্যন্তরিণ এবং দূরপাল্লার সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। আকস্মিকভাবে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঝালকাঠি থেকে ঢাকা, চাঁদপুর, খুলনা, বরিশাল, পিরোজপুর, বরগুনাসহ বিভিন্ন রুটের যাত্রিরা চরম ভোগান্তিতে পড়েছে। ধর্মঘটের কারনে কৃষিপণ্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বানিজ্যিক বন্দরখ্যাত জেলার ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়াও বন্ধ হয়ে গেছে ধর্মঘটের কারনে। নৌযান শ্রমিকরা আজ শনিবার সকাল থেকে দাবি আদায়ের লক্ষ্যে ঘাটে অবস্থান নিয়েছেন। নৌযান শ্রমিকরা জানিয়েছেন, বারবার আশ্বাস দিয়েও তাদের দাবি পূরণ করছেন না সরকার এবং মালিক পক্ষ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তারা জানিয়েছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …