স্টাফ রিপোর্টার :
শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমি উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার শংকরধবল গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐহিত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বুধবার বিকেলে স্থানীয়েদের আয়োজনে শংকরধবল খালে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নানা রকম বাদ্যের তালে তালে অনুষ্ঠিত নৌকাবাইচ দেখতে শতশত মানুষ খালের দুইতীরে ভীর করে। তাদের মুহর মুহর করতালিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দর্শনার্থীরা বিভিন্ন ঘাট এবং নৌযানের ওপর বসে নৌকাবাইচ উপভোগ করেন। আবার কেউ কেউ নৌকা ভাড়া নিয়ে পরিবার পরিজন, বন্ধু-বান্ধবকে সাথে নিয়ে নৌকাবাইচ উপভোগ করে। দুইটি নৌকায় প্রদর্শনী এ বাইচ অনুষ্ঠিত হয়। অংশ নেওয়া দুইটি নৌকাবাইচ দলকেই পুরস্কার প্রদান করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …