Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নিরাপদ সড়ক দিবস পালিত

ঝালকাঠিতে নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এ ¯েøাগানে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কাযালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. মাহফুজ হোসেন ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার। ঝালকাঠি জেলা প্রশাসন ও বিআরটিএ কর্তৃপক্ষ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।