Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নারী দিবসে পুলিশ উইমেন নেটওয়ার্কের শোভাযাত্রা

ঝালকাঠিতে নারী দিবসে পুলিশ উইমেন নেটওয়ার্কের শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার :
‘সবাই মিলে ভাবো-নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্নাঢ্য শোভাযাত্রা করেছে পুলিশ উইমেন নেটওয়ার্ক। আজ শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার জোবায়েদুর রহমান শোভাযাত্রার নেতৃদ্ব দেন। এতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান ও সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার। শোভাযাত্রায় পুলিশের নারী সদস্য ছাড়াও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা পুলিশ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।