Latest News
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ ।। ১৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায় নিয়ে গোলটেবিল বৈঠক

ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায় নিয়ে গোলটেবিল বৈঠক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘নারীর ক্ষমতায়নের জন্য চাই রাজনৈতিক সম্প্রীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত পিস প্রেসার গ্রুপ (পিপিজি) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার প্রেস ক্লাবে এ বৈঠকের আয়োজন করে।
পিপিজির সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার ফরহাদ; প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক মানিক রায় এবং টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল সাহা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিপিজির পক্ষে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি বিষয়ভিত্তিক ধারণাপত্র উপস্থাপন করেন। এছাড়া দি হাঙ্গার প্রজেক্টের মাঠ সমন্বয়কারী মোজাম্মেল হক ও পিপিজির নাছিমা কামাল, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও সোনিয়া আক্তার আলোচনায় অংশ নেন। অংশগ্রহনকারীদের মধ্যে যুবমহিলা লীগ নেতা শিরিন লস্কর, সংস্কৃতিকর্মী বন্যা সাহা, ইয়ুথ লিডার সাথি আক্তার, স্কুলছাত্রী মাহিয়া জান্না মুক্ত আলোচনায় অংশ নিয়ে সুপারিশমালা প্রনয়ন করেন। বৈঠকে নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ার জন্য একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন নারী-পুরুষ অংশ নেন।