স্টাফ রিপোর্টার :
পুস্পার্ঘ অর্পণ, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে মধ্য দিয়ে ঝালকাঠিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুুুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগ সোমবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
এদিকে সকালে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে কেক কাটার পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্রকৌশলী আবু হানিফ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …