Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নানা আয়োজনে বসন্তবরণ উৎসব

ঝালকাঠিতে নানা আয়োজনে বসন্তবরণ উৎসব

স্টাফ রিপোর্টার :
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, মানে ফাগুনের প্রথম দিন। বসন্ত ঋতুরাজ। বসন্তের আগাম বার্তা ঘোষিত হয় এর মধ্যে। ঝালকাঠিতে বিভিন্ন স্থানে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার সকালে এ রাজাপুর সরকারি কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বাহারি সাজে অংশ নিয়ে দেশিয় নানা গান পরিবেশ করেন। এতে রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারি খানসহ স্থানীয় সুধীজন উপস্থিত। এছাড়াও ঝালকাঠি শহরের শিশুপার্ক ও মিনিপার্কেও কিশোরীরা বসন্তের বাসন্তী সাজে উপস্থিত হয়ে ফাগুনের আহ্বান জানান।