Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নবাগত বরিশাল বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ঝালকাঠিতে নবাগত বরিশাল বিভাগীয় কমিশনারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জেলা পর্যায়ের কর্মকর্তা, সুধীজন এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে নবাগত বরিশাল বিভাগীয় কমিশনারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিতমতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয়কমিশনার (অতিরিক্ত সচিব) মুহম্মদ ইয়ামিন চৌধুরী। জেলাপ্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,চেম্বার অব কমার্স সভাপতি মো. সালেহ আহম্মেদ সালেক, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, পৌর কাউন্সিলার তরুন কর্মকার প্রমুখ। সভায় ৪ উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।