Latest News
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ।। ১৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নববধূর লাশ উদ্ধার

ঝালকাঠিতে নববধূর লাশ উদ্ধার

মো. শাহীন আলম :
বিয়ের এক মাস যেতে না যেতেই শ্বশুর বাড়ি থেকে লাশ হয়ে ফিরল নববধূ মিম আক্তার (২১)। আজ রবিবার সকালে শহরের কৃষ্ণকাঠি শ্বশুর বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ ও নববধূর স্বজনরা জানায়, কৃষ্ণকাঠি এলাকার ফারুক মিনার ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক রাকিব মিনার সঙ্গে পৌরসভা খেয়াঘাট এলাকার ইলেট্রিশিয়ান দুলাল গাজীর মেয়ে মিম আক্তারের এক মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতো মিম। শনিবার রাতে মিমের সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। রাত ১১টার দিকে স্বামী রাকিব মিনা ফোন করে মিমের বাবাকে জানায়, তাঁর মেয়ে ঘরে ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে আত্নহত্যা করেছে। খবর পেয়ে মিমের বাবা দুলাল গাজী গিয়ে দেখেন তাঁর মেয়ের নিথর দেহ পড়ে আছে রাবিকের কক্ষের বিছানায়। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝালকাঠি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানাযাবে।
মিমের বাবা জানায়, কি কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে, আসল কারণ উদঘাটন করুক পুলিশ।