Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নবজাতকের লাশ উদ্ধার

ঝালকাঠিতে নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পাঁচ মাস বয়সী নবজাতকের (অপরিনত) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের সুগন্ধা নদী তীরের লিচুতলা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতককে ফেলে রেখে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের লিচুতলা এলাকায় দুপুরে স্থানীয় লোকজন একটি ব্যাগের ভেতর নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সোমবার রাতে অবৈধ গর্ভপাত ঘটিয়ে কেউ নবজাতকের লাশটি নদী তীরে ফেলে রেখে যায় বলে ধারনা করছেন পুলিশ।
ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য মানিক আচার্য্য বলেন, আমরা মায়েদের সচেতন করার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকি। তার পরেও অবৈধভাবে কেউ গর্বপাত ঘটালে তাদের শাস্তি হওয়া প্রয়োজন।
ঝালকাঠি থানার উপপরিদর্শক মো. আবু হানিফ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।