Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির বিষখালী নদীতে গোসল করতে নেমে জান্নাতি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার ভাটারাকান্দা বটতলা এলাকার নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে স্বজনরা। জান্নাতি ভাটারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। সে স্থানীয় মো. সোহেলের মেয়ে।
ভাটারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সাইদুল ইসলাম রিপন জানান, দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষে জান্নাতি বাড়ি ফিরে যায়। পরে সে নানী খালেদা বেগমের সঙ্গে বাড়ির পাশেই বিষখালী নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পরে নানি জান্নাতিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে স্বজনরা এসে নদীতে জান্নাতিকে খোঁজাখুজির শুরু করেন। দুইঘণ্টা পরে নদীতে তাঁর মৃতদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।