Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুই হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে দুই হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে দুই হাজার পাঁচ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া তুষার চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া থানা পুলিশ আমুয়া তুষার চত্বরে তল্লাশী চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় পাথরঘাটাগামী ইসলাম পরিবহনের যাত্রী শুভ হাওলাদারকে (২০) দুই হাজার পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ হাওলাদার ইয়াবা চালান নিয়ে পাথরঘাটা যাচ্ছিল বলে জানায়। শুভ হাওলাদার মঠবারিয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। তাঁর বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …