Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আ.লীগে যোগদান

ঝালকাঠিতে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আ.লীগে যোগদান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। আজ বুধবার বিকেলে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা যোগদান করেন।
জানা যায়, সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাকির হোসেনের নেতৃত্বে ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দান করেন। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। যোগদানকারী বিএনপি নেতাকর্মীরা জানান, বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে তাঁরা শেখ হাসিনার নেতৃত্বের ওপর ভরসা রেখে আওয়ামী লীগে যোগদেন।