Latest News
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ ।। ১৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুই জেলেকে জেল জরিমানা, ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

ঝালকাঠিতে দুই জেলেকে জেল জরিমানা, ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

স্টাফ রিপোর্টার :
নিষিদ্ধ সময় মা ইলিশ ধরার অপরাধে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে জেলে দুলালকে এক বছরের কারাদণ্ড ও সাকিবকে ৫০০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী। জেলেদের বাড়ি থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে সুগন্ধা নদীতে এ অভিযান চালায়। জব্দকৃত জাল ডিসি পার্কে পুড়িয়ে ফেলা হয়েছে।