Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ত্রিশ লাখ টাকা প্রতারণার মামলায় স্কুল শিক্ষিকা গ্রেপ্তার

ঝালকাঠিতে ত্রিশ লাখ টাকা প্রতারণার মামলায় স্কুল শিক্ষিকা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
অস্ট্রেলিয়ার জাল ভিসা দিয়ে ৩০ লাখ টাকা আত্মসাতের মামলায় ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা হাওলাদারকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ডুমরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার আদালতের মাধ্যমে শুক্লা হাওলাদারকে জেল হাজতে পাঠানো হয়। ঝালকাঠি থানার ওসি তদন্ত আবু তাহের মিয়া, জানান এন.আই. এ্যাক্টের মামলায় পটুয়াখালী যুগ্ন জেলা ও দায়রা জজ আদালতের গ্রেফতারী পরোয়নায় ওই শিক্ষিকাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
জানাগেছে, ২০১৪ সালে অষ্ট্রেলিয়া পাঠানোর কথা বলে মহিপুর থানার ফারুক সিকদার, মো.ইসমাইল, আবু সালে, মাসুদ খান ও সালাম হাওলাদারের কাছ থেকে ৬ লাখ করে মোট ৩০ লাখ টাকা নিয়ে জাল ভিসা দেন স্কুল শিক্ষিকা শুক্লা হাওলাদার। জাল ভিসায় প্রতারিত হয়ে এর পরে বিভিন্ন সময় ওই ৫ জন তাদের পাওনা টাকা ফেরৎ চাইলে বিভিন্ন রকমের টাল বাহানা শুরু করে শুক্লা হাওলাদার। পরে ফারুক সিকদারের বাবা জামানত হিসেবে তার কাছে থাকা শুক্লা হাওলাদার এর ৩০ লাখ টাকার চেক দিয়ে ২০১৫ সালে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে বর্তমানে পটুয়াখালী যুগ্ম দায়রা জজ আদালতে বিচারধীন। মালায় নিয়মিত হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করা হয়।